Murshidabad: মোবাইলে গেম খেলা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা, দু’দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার ছেলের - Bengali News | Trouble with mother over playing games on mobile, son's body recovered after two days missing - 24 Ghanta Bangla News

Murshidabad: মোবাইলে গেম খেলা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা, দু’দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার ছেলের – Bengali News | Trouble with mother over playing games on mobile, son’s body recovered after two days missing

0

রঘুনাথগঞ্জ: মোবাইলে গেম খেলা নিয়ে মায়ের সঙ্গে ঝামেলা। তাতেই অভিমানে আত্মঘাতী ১৮ বছরের কিশোর। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ ব্লকের মহাবীর তলায়। মৃতের নাম রোহিত দাস। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার থেক খোঁজ মিলছিল না রোহিতের। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি ছেলের দেখা। অবশেষে শনিবার রাতে আসে খবরটা। জানা যায় ভাগীরথি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে রোহিত। সাইদাপুর ঘাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। 

যদিও এর আগেই ছেলের খোঁজ না পেয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছিল পরিবারের লোকজন। নিখোঁজ ডায়েরিও হয়। পরিবারের লোকজন জানায় মোবাইলে গেম খেলা নিয়েই রোহিতের সঙ্গে তার মায়ের ঝামেলা হয়েছিল। তারপর থেকে ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও পরে আবার তাঁরা অন্য কথাও বলেন। বলা হয় রোহিত ওড়িশায় লেদের কাজে গিয়েছিল। সেথানে সমস্যা হওয়ায় বাড়িতে চলে আসে। তারপর থেকে মানসিক অবসাদে ভুগছিল। সেই অবসাদ থেকেই বাড়ি ছাড়ে। 

এই খবরটিও পড়ুন

ফলে মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়। জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। যদিও শেষ পর্যন্ত মোবাইল গেম নিয়ে অশান্তির কথা বারবার শোনা যায়। নিখোঁজ ডায়েরিতেও সে কথাই লেখা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাড়িতে কোনও কারণে ঝামেলার কারণেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় রোহিত। তারপরই এই কাণ্ড। এদিকে রোহিতের মৃৃত্যুতে শোকের ছায়া এলাকায়। শোকের ছায়া বন্ধু মহলেও। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed