Murshidabad: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ – Bengali News | Murshidabad Allegation of maternal death due to medical negligence
মৃত প্রসূতির পরিবারImage Credit source: TV9 Bangla
মুর্শিদাবাদ: আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে কর্মবিরতিতে সামিল মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর জুনিয়র চিকিৎসকরা। তার মাঝেই প্রসূতির মৃত্য়ুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। ওই হাসপাতালে চিকিৎসকদের কোনও আন্দোলন চলছে না, তবুও কেন গাফিলতি, প্রশ্ন তুলেছে পরিবার। অভিযোগ ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। মৃত মহিলার নাম আবিদা সুলতানা। তাঁর বাড়ি বীরভূমের কুলদিহা গ্রামে।
মৃত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূতি আবিদা সুলতানার। বাড়ির লোকজন তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। মৃতের পরিবারের অভিযোগ, আবিদাকে রাত আটটার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাঁকে দেখেন রাত ন’টার সময়। সেই সময় তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার এক ঘন্টার মধ্যেই ফের পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতির।
এই খবরটিও পড়ুন
তখন পরিবারের লোকজন বারবার ডাক্তার এবং নার্সদের ডাকলেও তাঁরা একবারও তাঁকে দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার ভোররাতে মৃত্যু হয় ওই প্রসূতির।
এরপরই চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা এবং হাসপাতাল চত্বরে তাঁরা বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে কান্দি থানার বিশাল বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এই নিয়ে চিকিৎসকদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।