
কলকাতা: নবান্ন সভাঘরে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্যের মন্ত্রীরা। আছেন বিভিন্ন দফতরের বিশেষ সচিব, সচিব পর্যায়ের আধিকারিকরা। ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারও।
কী বলছেন মমতা
ওড়িশাতে বার্ড ফ্লু হচ্ছে। আমরা তাই বর্ডার সিল করে দিতে বলেছি। রেল আমাদের হাতে নেই। তাও আমি মুখ্যসচিবকে বলব, রেলের সঙ্গে একটা বৈঠক করতে। পরে এই প্রকোপ কমে গেলে আবার আমরা খুলে দেব।
পিএইচইকে বলব কাজ করতে গিয়ে রাস্তা খারাপ হলে সারিযে দিন। নাহলে আমি পরের ধাপের টাকা দেব না। আমি জমিও দেব না। টাকাও দেব না। জমি দিয়ে পাইপ নিয়ে যাচ্ছেন। তারপর সেই রাস্তা সারানোর দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার। গ্রামীণ রাস্তায় বড় ট্রাক ঢুকবে না।
আরও কিছু পুজো কমিটি আবেদন করেছে। আমাদের প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হচ্ছে। আগামিকাল থেকে টাকা দেওয়া শুরু হবে। কেউ যদি না নেয় তাহলে তাঁদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে। তাঁদের স্বাগত।
মিড ডে মিলের দিকে নজর রাখবেন। যদি আপনারা না পারেন মুখ্যসচিব করবেন। দরকার পড়লে আমার সঙ্গে কথা বলে নেবেন।
প্রত্যেক বছর ২-৩টি বৈঠক করি। কিন্তু নির্বাচনের কারণে সম্ভব হয়নি। বিপর্যযের কারণে ২৪ ঘণ্টা বিপর্যয় মোকাবিলা দফতরকে নজর রাখতে হবে। পুজো আসছে। কমিটি গুলোর কোনও অসুবিধা না হয়। জেলাশাসক থেকে শুরু করে প্রশাসন নজরদারি করবে।