রেগে গেলেন মিমি,নায়িকার সাধের জামা ছিঁড়ল কে? - 24 Ghanta Bangla News

রেগে গেলেন মিমি,নায়িকার সাধের জামা ছিঁড়ল কে?

0

রেগে গেলেন মিমি,নায়িকার সাধের জামা ছিঁড়ল কে?

অভিনেত্রী মিমি চক্রবর্তীর সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে তাদের ছবি আর ভিডিয়ো সবচেয়ে বেশি দেখা যায়। তিন সন্তানকে নিয়ে সুখের সংসার নায়িকার। চিকু, ম্যাক্স আর জাদু— বাড়িতে থাকলে এই তিন জনকে নিয়েই সময় কাটে নায়িকার। তাঁর তিন পোষ্যর কীর্তিকলাপও মাঝে মাঝেই পোস্ট করতে থাকেন নায়িকা। এক দিকে ছেলেদের নানা কাণ্ডে যেমন অতিষ্ট নায়িকা তেমনই আবার তাঁদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না তিনি। বেশ কিছু দিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা গিয়েছিল ক্ষত বিক্ষত তাঁর হাত। জাদুর নখে আঁচড় লেগেছিল।

তেমনই এ দিন আর এক কাণ্ড ঘটল নায়িকার বাড়িতে। তাঁর শখের সবুজ রঙের জামা ছিঁড়ে দিয়েছে নায়িকার পোষ্য। ছেঁড়া জামা দেখে তো রেগে লাল মিমি। যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়োও পোস্ট করেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী।

আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পালচ্ছে তাঁর আদরের দুই পোষ্য। কারণ, নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনও লাভ নেই তাঁর। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গিয়েছে। তাই তো যত মিমি এগিয়ে গিয়েছেন রেগে ততবার তারাও ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

নায়িকা এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গে তা সঙ্গে সঙ্গে ভাইরাল। উল্লেখ্য, তিন পোষ্য আর মা-বাবাকে নিয়েই অভিনেত্রীর জগত্‍। মাঝেই মাঝেই মা-কে নিয়ে বাইরে ঘুরতে বেড়িয়ে পড়েন। সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন তিনি। তবে নায়িকার তিন পোষ্যের এমন অনেক ধরনের কাণ্ড কারখানা দেখতে ভালবাসেন তাঁর অনুরাগীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed