Dilip Ghosh: ‘নাটক বন্ধ করুন’, ধর্ষণ-বিরোধী বিলের কথা শুনেই ‘রাগলেন’ দিলীপ – Bengali News | ‘stop the drama’, BJP leader Dilip Ghosh slams state government over the upcoming bill

হাওড়া: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব সাধারণ মানুষ। রাজ্যের শাসকদলকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা। আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির সাজা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কঠোর কেন্দ্রীয় আইন আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। আবার মঙ্গলবার বিধানসভা ধর্ষণ-বিরোধী বিল আনছে শাসকদল তৃণমূল। আর এই বিল নিয়েই শাসকদলকে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
আরজি কর কাণ্ড ঘিরে শোরগোলের মধ্যেই হাওড়া হাসপাতালে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সিটি স্ক্যান বিভাগে শনিবার রাতে ১৩ বছরের ওই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রবিবার সকাল থেকেই হাসপাতালে গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিএম ও বিজেপি। হাসপাতাল সুপারের চেম্বার ঘেরাও করে চলে বিক্ষোভ।
বিকেলে হাওড়া থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি। নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের দেখতে হাওড়া থানায় এসেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া হাসপাতালের ঘটনা নিয়ে সরব হন তিনি। দিলীপ ঘোষ বলেন, “গত ১২ বছর ধরে একজনই সুপারের পদে বসে রয়েছেন। এটা কিভাবে সম্ভব? নাবালিকাকে সিটি স্ক্যান করতে ভেতরে নিয়ে যাওয়া হল। অথচ সেখানে কোনও মহিলা কর্মী ছিলেন না।” এরপরই রাজ্যের ধর্ষণ-বিরোধী বিল নিয়ে সরব হন দিলীপ ঘোষ। মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করা হবে। কার্যত ক্ষুব্ধ দিলীপ বলেন, “প্রকাশ্যে মহিলাদের উপর হামলা হচ্ছে। আরজি করে মহিলার মৃতদেহের ময়নাতদন্তের সময় বাড়ির লোককে রাখা হয়নি। যারা অপরাধীদের আড়াল করছে, তারা কোন মুখে বড় বড় কথা বলে। আজকে নাটক করছে, ফাঁসির আইন আনবে। কে অধিকার দিয়েছে আইন করার? এই নাটক বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)