Watch Strap: বলুন তো কী থেকে তৈরি করা হয় ঘড়ির চামড়া? – Bengali News | What kind of leather is usued to make watch strap
ফুল গ্রেন লেদার – গরু, ক্যাঙ্গারু বা অন্য যেকোন প্রাণীর চামড়া থেকে তৈরি করা হয় এই ফুল গ্রেন লেদার। চুলের ঠিক নীচের অংশে যে চামড়া থাকে, সেই অংশ থেকে চামড়া নিয়ে বানানো হয় এই লেদার। এই লেদার শক্তিশালী এবং টেকসই। প্রক্রিয়াকরণের সময় চুল সরানো হলে, চামড়ার প্রাকৃতিক প্যাটার্ন দেখতে পাওয়া যায়। এই ধরনের চামড়া ঘাম বা ময়শ্চার খুব ভালো প্রতিরোধ করে, ফলে আরও টেকসই হয়।