Mamata Banerjee: মমতা বলতে না বলতেই কাজ, ২ সেপ্টেম্বর বিধানসভায় পেশ হতে পারে ধর্ষণ বিরোধী বিল: সূত্র – Bengali News | After Mamata Banerjee’s comment Green Signal by Cabinet, New Bill May Be Introduced in Assembly on September 2, Sources saying

Mamata Banerjee: ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল।

মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla
কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাবে গ্রিন সিগন্যাল মন্ত্রিসভায়। বিধানসভায় পেশের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সূত্রের খবর বিধানসভায় বিল পেশ হতে চলেছে ৩ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আইনের ড্রাফ্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল।
(বিস্তারিত আসছে)