North Dinajpur: ‘…দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো’, জন্মাষ্টমীতেই পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর – Bengali News | North dinajpur Krishna Kalyani warns of resignation on Janmashtami

North Dinajpur: ‘…দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো’, জন্মাষ্টমীতেই পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর – Bengali News | North dinajpur Krishna Kalyani warns of resignation on Janmashtami

বিধায়ক কৃষ্ণ কল্যাণীImage Credit source: TV9 Bangla

উত্তর দিনাজপুর: জন্মাষ্টমীতে পদত্যাগের হুঁশিয়ারি কৃষ্ণর! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিবিআই তদন্তে আস্থার ইঙ্গিত দিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক। সামাজিক মাধ্যমে পোস্ট করে বিধায়ক কৃষ্ণ কল্যাণী লেখেন,  “আরজিকর কান্ডে দোষিদের শাস্তি না হলে সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেবো।”  তাঁর দাবি, “মুখ্যমন্ত্রীই আগে সিবিআইকে তদন্তভার দিতে চেয়েছিলেন। সেইমত সিবিআই তদন্ত চলছে। আশা করি ন্যায় ব্যবস্থা ভুল পথে যাবে না। দোষীদের শাস্তি হবেই।”

সিবিআই তদন্ত শুরু হলেও তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় এখনও আন্দোলনে সামিল সাধারণ ছাত্র, শিক্ষক থেকে আম জনতা। সিবিআই-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে সরব হচ্ছেন তৃণমূলের একাধিক রাজ্যস্তরের নেতানেত্রীরা। কিন্তু সেক্ষেত্রে নিজের সিবিআইএর তদন্তের প্রতি ভরসা রাখার পোস্ট করলেন কৃষ্ণ কল্যাণী।

এই খবরটিও পড়ুন

যদিও বিধায়কের এই বক্তব্যের পালটা বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, “শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী দুজনেই দুর্নীতির কারণে জেলে।  কৃষ্ণ কল্যানী কিছু একটা  বুঝেই মানুষের বিশ্বাস অর্জনের জন্য আগে থেকেই পোস্ট করে নিজের রাস্তা পরিষ্কার করছেন। তাঁকে ধন্যবাদ জানাই।”

Source link

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *