Nabanna: মঙ্গলের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন, ভাস্করকে সরিয়ে দিল পুলিশ – Bengali News | Police Remove Sangrami Joutha Mancha leader Bhaskar Ghosh From Nabanna

নবান্ন: মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। আর এই আন্দোলনকে সমর্থন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে বিপত্তি। নবান্নের সামনে প্রতিবাদ স্থালের জায়গা দেখতে এসে পুলিশের গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তাঁর অনুগামীরা।
আজ রাত সাড়ে আটটা নাগাদ ভাস্কর আরও কয়েকজন সদস্যকে নিয়ে হঠাৎ নবান্ন গেটের সামনে উপস্থিত হন। ঘটনাস্থলে যাওয়ার আগে থেকেই বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন ছিল। তাঁরা ভাস্কর বাবুকে কার্যত গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ।
তবে, এদিন ভাস্কর ঘোষ জানিয়েছেন, যদিও মঙ্গলবারের নবান্ন অভিযানকে পুলিশ বেআইনি ঘোষণা করেছে তবু এটা কোনও বেআইনি কাজ নয়। তারা পুলিশের কাছে আগে থেকেই এ ব্যাপারে চিঠি দিয়েছিল। যৌথ সংগ্রামী মঞ্চ ছাড়াও বিভিন্ন চাকরি প্রার্থীদের সংগঠন এবং আদিবাসীদের সংগঠন তাদের সঙ্গে আছে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি তিনি এও জানান, যদি পুলিশ অনুমতি না দেয় তবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। পুলিশি সক্রিয়তাকে কটাক্ষ করে তিনি বলেন, “এই ধরনের সক্রিয়তা যদি আগে দেখা যেত তাহলে আরজি কর হাসপাতালে নির্যাতিতা খুন হতেন না।”