PAK vs BAN: দেশে ডামাডোল, পাক সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় – Bengali News | Bangladesh create history with first Test win over Pakistan in Rawalpindi

PAK vs BAN: দেশে ডামাডোল, পাক সফরে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়Image Credit source: AFP
কলকাতা: টানা ১২৯৪ দিন দেশের মাটিতে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ বার পাকিস্তানে (Pakistan) গিয়ে বাংলাদেশ (Bangladesh) হারিয়ে দিল শান মাসুদের দলকে। টেস্ট (Test) ক্রিকেটের ইতিহাসে প্রথম বার পাকিস্তানকে হারাল টাইগার্সরা। এর আগে ১২ বার টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে ১২-০ স্কোরলাইন ছিল পাকিস্তানের পক্ষে। রবিবার সব হিসেব বদলে গেল। বাবর আজমদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ।
বিস্তারিত আসছে…