Sandip Ghosh: আবার নতুন পদ পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, সুহৃতা পালকে পাঠানো হল বারাসতে – Bengali News | Sandip Ghosh gets new post amid RG Kar medical college Controversy, new post for Suhrita Pal

কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকে সরানোর বিজ্ঞপ্তি প্রকাশ হয় বুধবার সন্ধ্যায়। এরপরই জানা গেল, কোনও কলেজের অধ্যক্ষ পদ না পেলেও একটি নতুন পদে রাখা হচ্ছে তাঁকে। এদিকে, আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে সুহৃতা পালকে পাঠানো হল বারাসত মেডিক্যাল কলেজে। বুধবার রাতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কার্যত চিকিৎসকদের চাপের মুখে নতিস্বীকার করেই স্বাস্থ্য ভবন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।
সবিস্তারে আসছে…