ভাঙা পাঁচিল দিয়েই অবাধ যাতায়াত হাসপাতালে! মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে কী করছিলেন ৯ জন? - Bengali News | 9 arrested in alchoholic state from govt hospital o Uttarpara - 24 Ghanta Bangla News

ভাঙা পাঁচিল দিয়েই অবাধ যাতায়াত হাসপাতালে! মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে ঢুকে কী করছিলেন ৯ জন? – Bengali News | 9 arrested in alchoholic state from govt hospital o Uttarpara

0

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালImage Credit source: TV9 Bangla

উত্তরপাড়া: আর জি কর হাসপাতালের ঘটনার পর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের যদি কোনও নিরাপত্তা না থাকে, তাহলে রোগীদের কী হবে, সেই প্রশ্নও উঠছে। রোগীর পরিবারের নামে হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে কারা যাতায়াত করছেন, তাদের ওপর নজরদারিই বা কতটা চলছে? এই সব প্রশ্নের মাঝেই ফের সামনে এল আরও এক সরকারি হাসপাতালের ছবি। হাসপাতালের গেটের ভিতরেই মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন বেশ কয়েকজন। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে ৯ জনকে আটক করল পুলিশ।

এই ঘটনার পর উত্তরপাড়া রাজবাড়ী হাসপতাল চত্বরে নিরাপত্তা বাড়ানো হল। রোগীর পরিবার,চিকিৎসক,নার্স,স্বাস্থ্য কর্মী এবং সাধারণ মানুষের জন্য বসানো হল পুলিশ পিকেটিং।

বেশ কিছু দিন আগেই হাসপাতালে চারিদিকের পাঁচিল ভেঙে গেলেও এখনও তা মেরামত করা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ওই ভাঙা পাঁচিল দিয়েই বহিরাগতরা ঢুকছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল চত্বর জুড়ে চলছে অবৈধ পার্কিং-এর ব্যবসা। এই বিষয়ে স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীদের পরিজনদের দাবি, হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হাসপতালের সার্বিক পরিবেশের উন্নতি করা হোক। হাসপাতালে অবাঞ্ছিতদের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হোক। পুলিশকর্মীরা অবশ্য আশ্বস্ত করছেন রোগীদের। তাঁরা বলছেন, রাতে পাহারায় থাকছে পুলিশ। কোনও অসুবিধা হলে এগিয়ে আসবেন পুলিশকর্মীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x