Manik Bhattacharya: 'আমি প্রমাণ করব...', মানিক ভট্টাচার্যকে বড় 'সুযোগ' দিল আদালত - Bengali News | TMC MLA Manik bhattacharya can talk to his lawyer seperately said court - 24 Ghanta Bangla News

Manik Bhattacharya: ‘আমি প্রমাণ করব…’, মানিক ভট্টাচার্যকে বড় ‘সুযোগ’ দিল আদালত – Bengali News | TMC MLA Manik bhattacharya can talk to his lawyer seperately said court

0

কলকাতা: জামিনের জন্য হন্যে হয়ে লড়ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। জামিন কবে পাবেন বা আদৌ আদালত তাঁর আবেদন মঞ্জুর করবে কি না, সেটা সময়ই বলবে। তবে নিম্ন আদালতে নিজের আইজীবীর সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে আলাদা ভাবে কথা বলতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। সেখানেই আদালত এই নির্দেশ দিয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, আইনজীবীর সঙ্গে কথা বলার জন্য দেড় ঘণ্টা সময় পাবেন মানিক ভট্টাচার্য। সেই সময় উপস্থিত থাকবেন একজন ইডি অফিসার। থাকবে একজন কোর্ট অফিসার। যারা একটু দূরে থাকবেন।

খুব শীঘ্রই মানিকের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ ফ্রেমের প্রক্রিয়া শুরু করা হবে বলে এদিন আদালতে জানায় ইডি। পাল্টা মানিক ভট্টাচার্য বলেন, ‘আমি প্রমাণ করব, আমার বিরুদ্ধে যে যা অভিযোগ করেছে সেটা ভুল। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার জন্য আমি জেল থেকে চিঠি লিখেছি।’ ২৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed