Nabanna: আরজি করের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন, নিহত পড়ুয়ার স্মৃতিতে ফ্লোর? - Bengali News | Present of CP Vineet Goyel, DG Rajeev Kumar High level meeting at Nabanna - 24 Ghanta Bangla News

Nabanna: আরজি করের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন, নিহত পড়ুয়ার স্মৃতিতে ফ্লোর? – Bengali News | Present of CP Vineet Goyel, DG Rajeev Kumar High level meeting at Nabanna

0

কলকাতা: আরজি কর পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক হল নবান্নে। শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক হয় বলে খবর। এদিন নবান্নে আরজি কর হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ বেশ কয়েকজন সরকারি উচ্চ পর্যায়ের আধিকারিকরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেলগাছিয়া ট্রাম ডিপোতে আরজি কর হাসপাতালের হস্টেলের জন্য জমি দেবে নবান্ন। সেখানে তৈরি হবে বিল্ডিং। ওই বিল্ডিংয়ের একটা ফ্লোর নির্যাতিতা ডাক্তার ছাত্রীর স্মৃতিতে করা হবে। তবে যেহেতু নির্যাতিতার নাম সামনে আনা সম্ভব নয়, তাই কী নামে হবে সেটা আলোচনা করে ঠিক হবে।

এদিন অন্যান্য সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর হাসপাতালের প্রতিটা ইন ও আউট গেটে সিসিটিভি বাড়ানো হবে। হাসপাতালের প্রতি গেটের নিরাপত্তা বাড়ানো হবে। হাসপাতালগুলিতে প্রয়োজন মত সিসিটিভিও বাড়ানো হবে বলে খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x