Rain in Bengal: দুর্যোগের খাঁড়া ঝুলছে বাংলার বরাতে, ভারী বৃষ্টিতে ভাসবে জেলাগুলি – Bengali News | Rain in Bengal Heavy to very heavy rainfall Today weather update today
কমলেশ চৌধুরী
কলকাতা: দক্ষিণবঙ্গের বরাতে দুর্যোগের দুর্ভোগ আপাতত থাকছেই। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর দক্ষিণবঙ্গের উপরেই ঘাঁটি গেড়ে রয়েছে সেই ‘ডিপ্রেশন’। নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবারও দিনভর বৃষ্টি হবে কলকাতা-সহ জেলায় জেলায়।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। শনিবারও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনভর মেঘলা আকাশই থাকবে। রাজস্থান ও পঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর প্রদেশ ও বিহার থেকেও দু’টি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। দিনভর মেঘলা আকাশ থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৪৭.৪ মিলিমিটার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বত্য জেলাতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
শনিবার বাদ দিয়ে ফের রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও।
২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে
বর্ধমানে ১৯২.০
শ্রীনিকেতন ১৯২.০
পানাগড় ১৮৬.০
আসানসোল ১৪৮.৪
ডায়মন্ড হারবার ৯৪.০
বাঁকুড়া ৯১.০
কৃষ্ণনগর ৭০.২
আলিপুর ৪৫.৮
দমদম ৫১.৮
(বৃষ্টির পরিমাণ মিলিমিটারে)