Glucometer: বাড়িতে গ্লুকোমিটারে সুগার মাপেন? এই ৭ নিয়ম মানছেন তো, না হলে কিন্তু সব বৃথা! – Bengali News | Tips you should follow whlile measuring blood sugar with glucometer at home

ঘরে ঘরে আজ ডায়াবেটিসের সমস্যা। হাই ব্লাড সুগার, তাই বার বার টেস্ট করে দেখতে হয় সুগার কত! রোজ ল্যাবে টেস্ট করানোর খরচা এবং ঝক্কি এড়াতে বাড়িতেই একটা গ্লুকোমিটার মেশিন কিনেছেন? বাড়িতেচ টেস্ট করলেও কিন্তু মেনে চলা উচিত কিছু নিয়ম, না হলে সঠিক ফল পাবেন না।