Virat Kohli: কলম্বোয় প্র্যাক্টিসে কেকেআরের তরুণ পেসারকে বিশেষ পরামর্শ বিরাট কোহলির - Bengali News | Virat Kohli and others starts Practice in Colombo for ODI series Against Sri Lanka - 24 Ghanta Bangla News

Virat Kohli: কলম্বোয় প্র্যাক্টিসে কেকেআরের তরুণ পেসারকে বিশেষ পরামর্শ বিরাট কোহলির – Bengali News | Virat Kohli and others starts Practice in Colombo for ODI series Against Sri Lanka

0

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলি হচ্ছে পাল্লেকেলেতে। সিরিজ ইতিমধ্যেই ২-০ জিতে নিয়েছে ভারত। এ বার লক্ষ্য ৩-০ ক্লিন সুইপ করা। টি-টোয়েন্টি সিরিজ শেষে কলম্বোয় পাড়ি দেবেন গৌতম গম্ভীর এবং ওয়ান ডে স্কোয়াডে থাকা বাকি প্লেয়াররা। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ কলম্বোতে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদবদের মতো ক্রিকেটার যাঁরা শুধু ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন, তাঁরা কলম্বোয় পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, বৃষ্টি মাথায় প্র্যাক্টিসও শুরু করে দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটে দেশের হয়ে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজেও বিশ্রাম নেওয়ার কথা ছিল। ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের কথায় তাঁরা ছুটি বাতিল করে এই সিরিজ ফিরতে রাজি হয়েছে। তার একটা বড় কারণ, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ান ডে ফরম্যাটেই হবে টুর্নামেন্ট। তার পরিকল্পনা, প্রস্তুতি এই সিরিজ থেকেই শুরু করে দিতে চান গৌতম গম্ভীর। গত কালই কলম্বোয় প্র্যাক্টিস শুরুর কথা ছিল রোহিত, বিরাটদের। গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারও কলম্বোয় পৌঁছে গিয়েছিলেন। যদিও স্টেডিয়ামে পৌঁছতেই বৃষ্টি। সে কারণেই প্র্যাক্টিস করা হয়ে ওঠেনি।

এ দিন টিম ইন্ডিয়া প্র্যাক্টিসে বেরনোর আগেই বৃষ্টি নামে। অপেক্ষা বাড়ে। বৃষ্টি থামার পর প্র্যাক্টিসে যান বিরাট, রোহিতরা। এই দু-জনের উপর বাড়তি ফোকাস। কারণ, গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি বিরাট, রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রতিটা ওয়ান ডে তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তেমনই দলের তরুণ ক্রিকেটার হর্ষিত রানার কাছেও এই সিরিজ বাড়তি আবেগের। জিম্বাবোয়ে সফরে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য় জাতীয় দলে ডাক পেয়েছিলেন। যদিও একাদশে সুযোগ পাননি। শ্রীলঙ্কা সফরে ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন কেকেআরের এই তরুণ পেসার। আইপিএলে নজর কেড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আলাদা।

নেট সেশনের মাঝে বিরাট কোহলির সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় হর্ষিত রানাকে। আইপিএলে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন। অভিজ্ঞ কোহলির থেকে নানা পরামর্শও পেলেন হর্ষিত রানা। বিরাটদের মতো দীর্ঘদিন ম্যাচ প্র্যাক্টিসের মধ্যে নেই লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররাও। প্রথম প্র্যাক্টিস সেশন থেকেই ওয়ান ডে সিরিজের জন্য যতটা সময় রেডি হওয়ার চেষ্টায় তাঁরা। আজ টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে। হয়তো কাল থেকেই গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে প্র্যাক্টিসের সুযোগ পাবেন বিরাট-রোহিতরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x