গ্যাসের গন্ধটা নাকে আসছিল, ভেবেছিলেন সামান্য কিছু, লাইটার দিয়ে ওভেন জ্বালাতেই মূহূর্তে জ্বলে গেলেন মহিলা – Bengali News | In Bardhaman Woman Was Burnt BY Fire In Purba Bardhaman
বর্ধমানে পুড়ে গেলেন মহিলাImage Credit source: Tv9 Bangla
বর্ধমান: প্রতিদিনের মতোই রাইসমিলের গিয়েছিলেন। সেখানে রাঁধুনির কাজ করতেন মহিলা। তবে গ্যাসের গন্ধটা নাকে এসে ঠেকছিল তাঁর। এরপর গ্যাস জ্বালিয়ে চা বানাতে যেতেই ঘটল বিপদ। গ্যাস লিক করে জ্বলে গেল আগুন অগ্নিদগ্ধ এক মহিলা সহ চার জন। বর্তমানে তাঁরা ভর্তি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বনপাশ-বেলাড়ী গ্রামের একটি রাইসমিলে। জানা যাচ্ছে, ওই রাইসমিলে প্রতিদিনের মতো চা করতে যান রাঁধুনী। ওভেন অন করতেই গ্যাস লিক করছে বুঝতে পেরে তিনি রাইসমিলেরই কয়েকজনকে ডাকেন। তাঁরা এসে সামান্য লিক বলে আশ্বস্ত করেন। এরপর চা বানাতে শুরু করেন তিনি। হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনায় অগ্নিদগ্ধ হন ৪ জন। পরে পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ প্রসঙ্গে, রাইসমিলে কর্মচারী রিপন মোল্লা জানিয়েছেন, “সকালে রান্না করতে গিয়ে ঝর্ণা কুন্ডু অনুভব করেন। গ্যাস লিক হয়েছে বুঝতে পারেন। হঠাৎই দুর্ঘটনা ঘটে যায়। আমরা সকলে ছুটে যাই সেখানে। উদ্ধার করি তাদের।” রাইসমিলের মালিক দিলীপ কুমার সাউ জানান,”মিলের সহকর্মীরাই মহিলাকে চা করে দিতে অনুরোধ করেন। এর পরেই দুর্ঘটনা ঘটে। মিলে অগ্নিনির্বাপক যন্ত্র আছে। তবে কর্মীদের মেসের জন্য জায়গা কম। ভবিষ্যতে এরকম যাতে না ঘটে তা খেয়াল রাখব।”