Behrampur: ঘরে ছড়ানো কন্ডোম, লক্ষ লক্ষ টাকা... পাড়ার মধ্যে এই কীর্তি, কেউ জানত না? - Bengali News | Alleged honey trap in Behrampur two detain by police - 24 Ghanta Bangla News

Behrampur: ঘরে ছড়ানো কন্ডোম, লক্ষ লক্ষ টাকা… পাড়ার মধ্যে এই কীর্তি, কেউ জানত না? – Bengali News | Alleged honey trap in Behrampur two detain by police

0

আটক করা হয়েছে দু’জনকে।Image Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ: বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগ বহরমপুরে। রবিবার সেই বাড়িতে হানা দেয় পুলিশ ও শিশু সুরক্ষা কমিশন। অভিযানে দু’জনকে আটক করা হয়। উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা, কন্ডোমের প্যাকেট। কীভাবে বাড়ির ভিতর এমন কাণ্ড চলত হতবাক জেলা শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।

কীভাবে সামনে এল এই ঘটনা? মুর্শিদাবাদ জেলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সোমা ভৌমিক জানান, তাঁরা গোপন সূত্রে জানতে পারেন, বহরমপুর থানা এলাকার একটি বাড়িতে কিছু নাবালিকা আটকে রয়েছে। এরপরই পুলিশকে সঙ্গে নিয়ে বহরমপুরের ওই এলাকায় যান তাঁরা। খবর ছিল, নাবালিকাদের দিয়ে এখানে দেহ ব্যবসা চালানো হয়।

সোমা ভৌমিক বলেন, “এখানে এসে নাবালিকা কাউকে পাইনি ঠিকই। তবে যাদের পেলাম দেহ ব্যবসা করে। বিভিন্ন হোটেলে যায়। এদের কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে, কন্ডোম পাওয়া গিয়েছে। দু’জনকে ধরাও হয়েছে। তবে যাদের খুঁজছি, তাঁরা পালিয়েছে। আমরা বলব মানুষ এগিয়ে আসুক, এই ধরনের ব্যবসা আমরা বন্ধ করব। পাবলিক প্লেসে এই ধরনের ব্যবসা চলতে পারে না।” ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে, কীভাবে জনবসতি এলাকায় এরকম ঘটনা ঘটল? কেউ কি টেরটুকুও পায়নি? পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখুক, দাবি জেলা শিশু সুরক্ষা কমিশনের। এলাকার লোকজনকেও চোখ কান খোলা রাখার পরামর্শ তাদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x