মোটেও ২.৫ লাখ মাইনে নয়, পাতৌদি পরিবার ছাড়তেই বোমা ফাটালেন তৈমুরের ন্যানি - Bengali News | Taimur's Nanny Reveals How Kareena Kapoor Reacted When She Asked If Her Salary - 24 Ghanta Bangla News

মোটেও ২.৫ লাখ মাইনে নয়, পাতৌদি পরিবার ছাড়তেই বোমা ফাটালেন তৈমুরের ন্যানি – Bengali News | Taimur’s Nanny Reveals How Kareena Kapoor Reacted When She Asked If Her Salary

0

পরিবারের সকলেই ব্যস্ত। তাই সন্তানের প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে ন্যানিদের চাহিদা অধিকাংশ সময়ই থাকে তুঙ্গে। পাতৌদি পরিবার এই তালিকার বাইরে নয়। তাই করিনা কাপুর খান ও সইফ আলি খান তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্য তৈমুর আলি খানের জন্যও রেখেছিলেন ন্যানি। নাম ললিতা ডিসিলভা। পাতৌদি পরিবারের দুই সন্তানকে বড় করে এখন তিনি রাম চরণের পরিবারে। তিনি যে সে নন, নিজে হাতে বড় করেছেন অনন্ত অম্বানিকেও। অম্বানি পরিবারের তিন সন্তানই তাঁর হাতে মানুষ। বর্তমানে পাতৌদি পরিবার থেকে মিলেছে ছুটি। এবার সেই পরিবার নিয়েই একাধিক খবর সামনে আনলেন ললিতা। স্টারকিডের ন্যানিদের পারিশ্রমিক এক কথায় বলতে গেলে থাকে আকাশ ছোঁয়া। যা নিয়ে নিত্য সোশ্যাল মিডিয়ায় চর্চা থাকে তুঙ্গে। এবার তেমনই এক জল্পনাতে জল ঢাললেন ললিতা।

শোনা গিয়েছিল তিনি নাকি পাতৌদি পরিবার থেকে আড়াই লাখ টাকা পারিশ্রমিক পান। তবে এ কথা সত্যি নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একবার তিনি করিনা কাপুর খানকে বলেছিলেন, সবাই বলছে আমি না কি লাখে মাইনে পাই। এটা কি সত্যি করা যাবে? উত্তরে করিনা কাপুর বলেছিলেন, ওগুলো মজা, ওসবে কান দিতে নেই। যদিও পাতৌদি পরিবার নিয়ে কোনও রকম নিন্দে তিনি করেননি। মাইনে কম হতে পারে, তবে যত্নে, আপ্যায়নে কোথাও কোনও খামতি রাখেন না তাঁরা। পরিবারের সকলেই এক খাবার খান। মালিকদের জন্য এক খাবার, পরিচারিকাদের জন্য আলাদা খাবার, এমনটা কোনওদিনও হয়নি পাতৌদি পরিবারে। সকলকে ভীষণ সম্মান দিয়ে পরিবারের সদস্য করেই রাখা হত হবে তিনি জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed