Visva Bharati University: বিশ্বভারতী ঘোরা এখন 'এক্সপেনসিভ', আরও খসবে গ্যাঁটের কড়ি - Bengali News | Visva Bharati University: Visva Bharati University Authority Increase Entry Fees For Visitors to Rabindra Bhavana/uttarayana Complex - 24 Ghanta Bangla News

Visva Bharati University: বিশ্বভারতী ঘোরা এখন ‘এক্সপেনসিভ’, আরও খসবে গ্যাঁটের কড়ি – Bengali News | Visva Bharati University: Visva Bharati University Authority Increase Entry Fees For Visitors to Rabindra Bhavana/uttarayana Complex

0

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়Image Credit source: Tv9 Bangla

বিশ্বভারতী: ভ্রমণ পিপাসু বাঙালি। দু’একদিন ছুটি পেলেই একটু কাছে-পিঠে ঘুরে আসতে সকলেই। আর তার মধ্যে বীরভূমের শান্তিনিকেতন, বিশ্বভারতী, খোয়াইয়ের হাট, কোপাই নদী…আরও কত কী। তবে জানেন এবার সেখানে যেতে গেলে খরচা আরও বাড়বে? আসলে বিশ্বভারতী ঘুরতে গেলে গ্যাঁটের টাকা খরচ করতে হবে অনেকটাই।

জানা যাচ্ছে, এবার রবীন্দ্রভবনের প্রবেশমূল্য আরও বাড়ল বিশ্বভারতী। নয়া যে প্রবেশ মূল্যের নোটিস জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ভারতীয়দের জন্য ১০০ টাকা। আগে ছিল ৭০। সার্ক ভুক্ত দেশগুলির নাগরিকদের জন্য ৫০০ টাকা। যা আগে ছিল ৩০০। এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ১ হাজার টাকা। যা আগে ছিল ৫০০। তবে পড়ুয়াদের টাকা বাড়নো হয়নি।

প্রতিদিন বহু পর্যটক আসেন বিশ্বভারতী ঘুরতে। তাঁরা রবীন্দ্র ভবন,উপাসনা গৃহ সহ একাধিক জায়গা ঘোরেন। আর রবীন্দ্রভবনে প্রবেশ মুল্য বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক ভাবেই পর্যটকরাও অখুশি। এক পর্যটক বলেন, “রবীন্দ্রভারতী ঘুরতে এসেছি। শান্তিনিকেতন দেখতে এসেছি। এখন দেখছি টিকিটের দাম অনেক বাড়িয়েছে। এটা তো সাধারণ মানুষের কাছে অসুবিধার। এমনিই ৭০টাকা অনেকটাই। তারপর যদি সেটা ১০০ টাকা হয় তাহলে তো মানুষের উপর চাপ দেওয়া হচ্ছে নাকি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x