GT, IPL 2024: গুজরাটে এ বার কোচ বদলের হাওয়া! শুভমনদের নতুন কোচ হচ্ছেন যুবরাজ সিং? – Bengali News | Yuvraj Singh going to replace Ashish Nehra as Gujarat Titans head coach, as per Report

GT, IPL 2024: গুজরাটে এ বার কোচ বদলের হাওয়া! শুভমনদের নতুন কোচ হচ্ছেন যুবরাজ সিং?Image Credit source: X
কলকাতা: এ যেন কোচ, ক্যাপ্টেন বদলের মরসুম চলছে। জাতীয় দল থেকে শুরু করে আইপিএল, সব জায়গায় যেন এক বদলের হিড়িক পড়েছে। একদিকে ভারতীয় টিমের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার নতুন টি-২০ ক্যাপ্টেন হয়েছেন সূর্যকুমার যাদব। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ২০২৫ সালের আইপিএলে (IPL) একাধিক টিমের কোচ, ক্যাপ্টেন বদলে যেতে পারে। এ বার জানা গিয়েছে, আশিস নেহরা গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কোচের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। নেহরাজি সত্যিই গুজরাট ছাড়লে শুভমন গিলদের নতুন কোচের দায়িত্ব নেবেন কে? উঠে আসছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নাম।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গুজরাট টাইটান্সের হেড কোচ আশিস নেহরা ও ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি ২০২৫ সালের আইপিএলের আগে গুজরাট টিম ছাড়তে পারেন। ২০২২ সালের আইপিএলের সময় থেকে আশিস ও বিক্রম গুজরাট টিমের সদস্য। কিন্তু তাঁরা আর এই দলের সঙ্গে যুক্ত থাকছেন না।
সূত্রের খবর অনুযায়ী, সব ঠিক ঠাক থাকলে যুবরাজ সিং হতে চলেছেন গুজরাট টাইটান্সের পরবর্তী কোচ। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। গুজরাট টিমের এক নিকট সূত্র বলেছেন, ‘অনেক কিছু বদল হচ্ছে। আশিস নেহরা ও বিক্রম সোলাঙ্কি দল ছাড়তে পারেন। যুবরাজ সিংকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই আলোচনা চলছে। যদিও এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু গুজরাট টাইটান্সের কোচিং স্টাফ টিমে পরিবর্তন হতে চলেছে, এটা বলা যায়।’