Pet Care Tips: বর্ষা মানেই রোগের আঁতুড়ঘর! এই সময়ে আপনাকে পোষ্যকে সুস্থ রাখতে কী করবেন? – Bengali News | How to take care of your pets during monsoon
গরমের মতো বর্ষাকালে পোষ্যকে সময়ে সময়ে স্নান করানো জরুরি। তবে গরমের সঙ্গে বর্ষার মরসুমের স্নান সামগ্রী এক নাও হতে পারে। পোষ্যকে কোন শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার মাখাবেন, তা এক বার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন। এই সময় ফাঙ্গাস সংক্রমণের ভয় থাকে তাই অ্যান্টিফাঙ্গাল প্রসাধন ব্যবহার করা ভাল।