Kultali Case: ‘ট্রাম্পের উপর হামলাও কী তাহলে গোয়েন্দা ব্যর্থতা?’, সুড়ঙ্গকাণ্ডে ডিজি টানলেন আমেরিকার প্রসঙ্গ - Bengali News | Issue of former American President Donald Trump's shooting has come up in the tunnel incident of Kultali - 24 Ghanta Bangla News

Kultali Case: ‘ট্রাম্পের উপর হামলাও কী তাহলে গোয়েন্দা ব্যর্থতা?’, সুড়ঙ্গকাণ্ডে ডিজি টানলেন আমেরিকার প্রসঙ্গ – Bengali News | Issue of former American President Donald Trump’s shooting has come up in the tunnel incident of Kultali

0

কলকাতা: সুড়ঙ্গকাণ্ডে এবার উঠে এল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলি প্রসঙ্গ। তুললেন কে? একেবারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন রাজীব কুমারের সঙ্গেই সাংবাদিক বৈঠক করেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখিও হন। সেখানেই কুলতলির সুড়ঙ্গ কাণ্ড নিয়ে পুলিশের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে তা মানলেন রাজীব। সঙ্গে পুলিশ যে অ্যাকশন নিতেও শুরু করে দিয়েছে তাও মনে করিয়ে দিলেন বারবার। আর তখনই তাঁর মুখে শোনা গেল ট্রাম্পের গুলি খাওয়ার প্রসঙ্গ। 

প্রসঙ্গত, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য কয়েকদিন আগে পেনসেলভেনিয়ার বাটলার শহরে প্রচারে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একটি জনসভায় বক্তব্য রাখছিলেন। তখনই গুলি খেতে হয় তাঁকে। তবে সেই গুলি কান ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। এ ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বেই। এবার কুলতলির ঘটনার সঙ্গেও জুড়ে গেল আমেরিকার সেই গুলি কাণ্ড। 

এই খবরটিও পড়ুন

সাম্প্রতিককালে রাজ্যে বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে কী কোনও গোয়েন্দা ব্যার্থতা ছিল? এদিন নানা প্রশ্নের মুখে রাজ্যের দুই বরিষ্ঠ পুলিশ কর্তার উদ্দেশ্য়ে ধেয়ে গিয়েছিল এই প্রশ্নও। উত্তরে রাজীব বলেন, “আমেরিকার হামলার ঘটনাটিকেও কী তাবলে ইনটেলিজেন্স ফেইলিওর বলবেন? কিছু কিছু ঘটনা ঘটে যায়। কিন্তু মূল বিষয় হল ঘটনাকে কী ভাবে মোকাবিলা করা হচ্ছে সেটা দেখা। মানুষের তৈরি করা কোনও সিস্টেমই একশো শতাংশ নিশ্চিদ্র নয়।” প্রসঙ্গত, ডিজির কড়া বার্তা আসতে না আসতেই এদিন বিকালে সাদ্দামের খোঁজে কুলতলিতে বড় অভিযানে নামে পুলিশ। দিকে দিকে চলে তল্লাশি। আবতাব সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x