Rampurhat: 'তৃণমূলের চামচাগিরি করছেন?', পুলিশকে চমকালেন বিজেপির জেলা সভাপতি - Bengali News | The BJP president of Birbhum got into an argument with the police - 24 Ghanta Bangla News

Rampurhat: ‘তৃণমূলের চামচাগিরি করছেন?’, পুলিশকে চমকালেন বিজেপির জেলা সভাপতি – Bengali News | The BJP president of Birbhum got into an argument with the police

0

পুলিশকে শাসাচ্ছেন বিজেপি জেলা সভাপতি। Image Credit source: TV9 Bangla

রামপুরহাট: পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বীরভূমের বিজেপি সভাপতি। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বচসার সময় পুলিশকে তৃণমূলের দালাল বলে হুমকি দেন। বীরভূমের রামপুরহাট-১ ব্লক অফিসে উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে সামনে রেখে।

বীরভূমের রামপুরহাট-১ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েতের খড়িডাঙা গ্রাম। অভিযোগ, প্রায় দেড় মাস ধরে এই গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছেন না। বিজেপির দাবি, এই এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি বেশি ভোট পেয়েছে। এরপর থেকেই জল পরিষেবা হোঁচট খাওয়া শুরু।

বিজেপির দাবি, ভোট না পেয়ে শাসকদল এভাবে শোধ নিচ্ছে। সেই কারণেই সোমবার বিডিও অফিসে যায় এলাকার লোকজন। আবারও যাতে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয়, সেই দাবি জানায়। সঙ্গে বিজেপির নেতারাও ছিলেন।

অভিযোগ, বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বিডিওর সঙ্গে দেখা করেতে গেলে সেখানে রামপুরহাট থানার এক পুলিশ আধিকারিক বলেন, ২ মিনিট কথা বলবেন। সঙ্গে সঙ্গে শুরু হয় ঝামেলা। ধ্রুব সাহাকে বলতে শোনা যায়, “আইনশৃঙ্খলা দেখা আপনার কাজ। তৃণমূলের চামচাগিরি করছেন। দেড় মাস ধরে মানুষগুলো জল পাচ্ছে না, তখন কোথায় ছিলেন আপনি? আমরা কতক্ষণ কথা বলব, আপনি ঠিক করবেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x