Birbhum: সাপে কেটেছিল, ভর্তি হয়েছিলেন হাসপাতালে, পরিণতি মর্মান্তিক, ধুন্ধুমার পরিস্থিতি
বীরভূম: এক রোগীর মৃ্ত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা সিউড়ির সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রবিবার রাতে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ লালু (৪৩)। তাঁর বাড়ি সিউড়ির বাঁশঝোড় গ্রামে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার সকালেই লালু বিষ খেয়ে ফেলেন৷ এরপরেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সকাল ১১ টা নাগাদ তাঁকে ভর্তি করা হয়। কিন্তু তাঁর সঠিকভাবে চিকিৎসা হয়নি। এমনকি নার্সদের বারবার আবেদন করা হলেও, তাঁরাও সেভাবে কর্ণপাত করেননি বলে অভিযোগ। এরপরেই রাতে তাঁর মৃত্যু হয় লালুর।
রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরেও ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের ভিতরে চলে বাকবিতণ্ডা। খবর পেয়েই সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতের ছেলে সেখ আলমগির বলেন,” ১১ টা সময় হাসপাতালে এনেছি। কিন্তু চিকিৎসা হয় ১২ টা সময় অর্থাৎ এক ঘন্টা পর। এরপর ওয়ার্ডে নিজে এনেছি। এরপর একবারও ভালোভাবে চিকিৎসা হয়নি। চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে।”