Amit Mitra: করোনা আক্রান্ত অমিত মিত্র, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি – Bengali News | Former Minister Amit Mitra Is Covid Possitive, Admitted In Private Hospital Near Dhakuria
কলকাতা: হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সূত্রের খবর, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বর-সর্দি-কাশি নিয়ে ভুগছিলেন তিনি। এরপর সোমবার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে অমিতবাবুর শারীরিক অবস্থা উদ্বেগজনক নয়।
পরিবার ও হাসপাতাল সূত্রে খবর, অমিত মিত্রর শ্বাসনালী সংক্রমণের ধাঁচ রয়েছে। এবার জ্বর-সর্দি-কাশি থাকার জন্য কোনও ঝুঁকি নেননি তাঁর পরিবারের সদস্যরা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা একাধিক শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করেন।
হাসপাতাল সূত্রে খবর, সেই সময় করোনা পরীক্ষা করা হলে কোভিড পজেটিভ ধরা পড়ে তাঁর। প্রাক্তন অর্থ মন্ত্রীকে আলাদা কেবিনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবডি দেওয়া হতে পারে বলে খবর।