রাধিকাকে ছাডুন, অনন্ত অম্বানীর এই কালগি-ব্রোচ দেখেছেন? গোটা রাজ্যের শিক্ষার খরচ উঠে যাবে - Bengali News | Move Over Radika Merchant, Anant Ambani Wore diamond Kalgi which costs Whopping 160 Crore rs - 24 Ghanta Bangla News

রাধিকাকে ছাডুন, অনন্ত অম্বানীর এই কালগি-ব্রোচ দেখেছেন? গোটা রাজ্যের শিক্ষার খরচ উঠে যাবে – Bengali News | Move Over Radika Merchant, Anant Ambani Wore diamond Kalgi which costs Whopping 160 Crore rs

0

বিয়ের পোশাকে অনন্ত অম্বানী।Image Credit source: Instagram

মুম্বই: ফেসবুক-ইন্সটাগ্রাম খুললেই শুধু অম্বানীর বিয়ের ছবি। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান যেমন শেষ হচ্ছে না, তেমনই তাদের ছবিও শেষ হচ্ছে না। অম্বানী পরিবারের একেক সদস্যের পোশাক থেকে শুরু করে গহনা, যাই-ই দেখুন না কেন, তার দামই কোটি টাকার বেশি।

নীতা অম্বানীর গলায় দেখা গিয়েছে ১৬০ কোটি টাকার হীরা আর পান্নার হার, রাধিকা মার্চেন্টের একটা হারের দামি ১৪০ কোটি টাকা! এ তো গে অম্বানী পরিবারের মহিলা ব্রিগেডের কথা। পুরুষ সদস্যরাও কিন্তু পিছিয়ে নেই। একাই লাইমলাইট কেড়েছেন পাত্র অনন্ত অম্বানী। বিয়ের দিন তাঁর পাগড়িই হোক বা ব্রোচ, তার দাম বিভিন্ন রাজ্যের শিক্ষা বা অন্য উন্নয়ন খাতের গোটা বছরের বরাদ্দ।

শুধু দেশই নয়, গোটা বিশ্বই চর্চা করছে অম্বানীদের বিয়ে নিয়ে। রাধিকা মার্চেন্ট বিয়েতে ডিজাইনার লেহেঙ্গা পরলেও, গহনার ক্ষেত্রে তাঁর দিদিরই হার পরেছিলেন। সেখানেই অনন্ত অম্বানী পরেছিলেন হিরের কালগি। এই কালগির দাম কত জানেন? ১৬০ কোটি টাকা।

রাধিকা যেখানে ডিজাইনার আবু জনি সন্দীপ খোসলার তৈরি লেহেঙ্গা পরেছিলেন, সেখানেই অনন্ত অম্বানী বিয়েতে পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্য়ায়ের ডিজাইন করা লাল রঙের শেরওয়ানি। লালের উপরে সোনালি জরির কাজ করা ওই শেরওয়ানির প্রতিটি বোতাম হিরে ও পান্না বসানো।

মাথায় কালগির দাম ১৬০ কোটি টাকা। ব্রোচের দাম ১.৩২ কোটি টাকা।

মাথায় পরেছিলেন সোনালি রঙের পাগড়ি, যার উপরে বসানো ছিল বিশালাকার হিরের ব্রোচ, যাকে কালগি বলে। এই কালগির দাম ১৬০ কোটি টাকা। জামায় লাগানো ছিল কাস্টম ডিজাইন করা একটি ব্রোচ। ‘প্যান্থেয়ার দে কার্টেয়ার ব্রোচ’টি তৈরি করা হয়েছে হোয়াইট গোল্ড আর স্যাফায়ার বা নীলা দিয়ে।  বড় আকারের পান্না আর হিরে। যার দাম ১.৩২ কোটি টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x