Hooghly: স্বপ্ন পূরণের আগে শেষ হয়ে গেল জীবন, আকাশের করুণ পরিণতি মানতে পারছেন না কেউই – Bengali News | One Youth In Hooghly Chinsura Was Died By electrocuted

চুঁচুড়া: পুলিশের চাকরির জন্য নিচ্ছিলেন প্রস্তুতি। চলছিল লাগাতার প্র্যাকটিস। তারপর স্নানের জন্য নেমেছিলেন নলকূপের জলে। তবে খেয়াল করেননি পাশে থেকে চলে গিয়েছে বিদ্যুতের তার। ভিজে হাতে লোহার পাইপে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হলেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হুগলি চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনির বাসিন্দা আকাশ সিং। প্রতিদিনই ওই কয়েকজন বন্ধুর সঙ্গে চুঁচুড়া কৃষি খামারে দৌড়তে যেতেন। রবিবার সকালেও তার অন্যথা হয়নি। সাগর বিশ্বাস নামে এক বন্ধুর সঙ্গে প্র্যাকটিসে যান তিনি। এরপর দুই বন্ধু মিলে গভীর নলকূপের জলে স্নান করেন। তবে নলকূপের পাইপের উপর লোহার তার চলে গিয়েছিল। আর তাতে হাত দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান আকাশ। সাগর বুঝতে পেরে আর দেরি করেননি। টোটো ডাকেন। নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।
মৃত আকাশের বাবা লক্ষ্মী সিং নারায়ণ পেশায় দিন মজুর। আকাশ বাড়ির বড় ছেলে। তার এক ভাই এক বোন আছে। সংসারের হাল ধরতে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিল। সেই কারণে পুলিশে চাকরি পেতে দৌড়াতেন। তাঁর সেই দৌড় এভাবে থেমে যাওয়ায় শোকস্তব্ধ প্রতিবেশীরা।