‘একটা শব্দ শুনলাম, তারপরই আমার ডান কান চিরে বেরিয়ে গেল বুলেট’, হামলার ভয়ঙ্কর বর্ণনা ট্রাম্পের মুখে – Bengali News | Former US President Donald Trump Recalls Moment when he was shot, Says Bullet Pierced Through my Right Ear

নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাম্পকে।Image Credit source: AP
ওয়াশিংটন: কান চিড়ে গিয়েছে গুলি। রক্তাক্ত মুখ। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর উপরে এই প্রাণঘাতী হামলার পর অবশেষে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। পেনসেলভেনিয়ার ঘটনা নিয়ে ট্রাম্প বলেন, “আমায় লক্ষ্য় করে গুলি চালানো হয়েছিল, যা আমার ডান কানের উপরের অংশ চিরে চলে যায়।”
ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে সামিল হয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ট্রেন্ডে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে কিছুটা এগিয়েও রয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারেই পেনসেলভেনিয়ার বাটলার শহরে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই সভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি চলে।
নিজস্ব সোশ্যাল সাইট ট্রুথে গোটা ঘটনার প্রতিক্রিয়া দিয়ে ট্রাম্প বলেন, “আমার ডান কান ছুঁয়ে বুলেট বেরিয়ে গিয়েছে। একটা শব্দ কানে আসে, আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে কিছু একটা হয়েছে। মুহূর্তের মধ্যেই অনুভব করি যে বুলেট আমার ত্বক চিরে বেরিয়ে গেল।”
ভিডিয়োতেও দেখা গিয়েছে, জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প। হঠাৎ তিনি কানে হাত দেন, লক্ষ্য করেন হাতে রক্ত। সঙ্গে সঙ্গেই মাথা নীচু করে নেন তিনি। পিছনে বসে থাকা রিপাবলিকান সমর্থকরাও মাথা পিছু করে নেন। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতার চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। হামলার কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে গাড়ির ভিতরে নিয়ে যান।
পুলিশের পাল্টা গুলিতে নিহত সম্ভাব্য বন্দুকবাজ। পাশাপাশি এক নিরাপরাধ ব্যক্তিরও মৃত্যু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আমি আমেরিকা সিক্রেট সার্ভিস, আইন প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, আমি ওই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই যিনি মারা গিয়েছেন এবং আরেকজন, যিনি গুরুতর আহত হয়েছেন, তার প্রতি।”
ট্রাম্প আরও বলেন, “আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে ভেবেই অবাক হচ্ছি। হামলাকারী, যার মৃত্যু হয়েছে, তার সম্পর্কে কিছু জানা যায়নি। আমার কান ঘেঁষে গুলি বেরিয়ে গিয়েছে। অনেক রক্তপাত হয়েছে। তখন আমি বুঝতে পারি যে কী হয়েছে। গড ব্লেস আমেরিকা।”