VIDEO: টানটান উত্তেজনা, শেষকৃত্য থামিয়ে হাঁ করে ফুটবল ম্যাচ দেখছে পরিবার! - Bengali News | Viral Video Shows Family Watches Football Match in Middle of Funeral in Chille, Netizens Reacts - 24 Ghanta Bangla News

VIDEO: টানটান উত্তেজনা, শেষকৃত্য থামিয়ে হাঁ করে ফুটবল ম্যাচ দেখছে পরিবার! – Bengali News | Viral Video Shows Family Watches Football Match in Middle of Funeral in Chille, Netizens Reacts

0

শেষকৃত্যের মাঝেই ম্যাচ দেখতে ব্যস্ত সবাই।Image Credit source: Twitter

চিলি: বাড়িতে শোকের ছায়া। পৃথিবী থেকে চলে গিয়েছেন পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান। হঠাৎই থামিয়ে দেওয়া হল সেই কাজ। চেয়ার নিয়ে এদিক-ওদিক বসে পড়লেন সবাই, জায়ান্ট স্ক্রিনে চালিয়ে দেওয়া হল ফুটবল ম্যাচ। শেষকৃত্য ছেড়ে গোটা পরিবার হাঁ করে গিলল সেই ম্যাচ। সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

ঘটনাটি দক্ষিণ আমেরিকার। কোপা আমেরিকা ফুটবল ম্যাচ চলছিল চিলি বনাম পেরুর। এদিকে পরিবারে শোক অনুষ্ঠান চলছে। কফিনে শোয়ানো মৃতদেহ। তবে এমন হাইভোল্টেজ ম্যাচ কি ছাড়া যায়? তাই ওই ঘরেই জায়ান্ট প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে চালিয়ে দেওয়া হল ম্যাচ। পরিবারের সদস্য থেকে আগত অতিথি, সকলেই চিলির জার্সি পরে দেখলেন ওই ম্যাচ। এমনকী কফিনের উপরেও ফুলের তোড়ার পাশাপাশি জার্সি রাখা ছিল।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া মিলছে। একপক্ষ যেমন অবাক পরিবারের এই সিদ্ধান্তে, অনেকে আবার সাফাই দিয়ে বলেছেন, “প্রয়াত ব্যক্তি হয়তো ফুটবলের ফ্যান ছিলেন। শেষযাত্রাতে পরিবার তাঁর ভাললাগাকেই সম্মান জানিয়েছে। একসঙ্গে শেষ ম্যাচ দেখছেন।” কেউ আবার মজা করে লিখেছেন, “ম্যাচের স্কোর দেখেও যদি উঠে না বসেন, তবে ওনাকে মৃত বলেই গণ্য করা হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x