East-West Metro Service: বাড়ছে অপেক্ষা, গঙ্গার নিচ দিয়ে এখনই মেট্রোয় চড়া হচ্ছে না – Bengali News | Big decision, East West Metro will not run under the Ganga now

প্রশাসনিক মহলে চাপানউতর Image Credit source: Facebook
কলকাতা: সবুজ সঙ্কেত এখনই নয় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নিচের পরিষেবাকে। গঙ্গার নিচে মেট্রো পরিষেবা শুরু করতে হলে আরও বেশ কিছু কাজ করতে হবে। দু’দিনের পরিদর্শনে এসে গঙ্গার নিচে টানেল এবং মেট্রো স্টেশনগুলি দেখে দেখে এমনই জানিয়ে গেলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। ধর্মতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ থেকে মেট্রো পরিষেবার শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু হলেও যাত্রী পরিষেবা সংক্রান্ত বেশ কিছু কাজ এখনও বাকি রয়ে গিয়েছে বলে জানিয়ে গিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিসিআরএস।
সূত্রের খবর, যেহেতু দেশের মধ্যে সবথেকে আকর্ষণীয় প্রজেক্ট এই গঙ্গার নিচ থেকে মেট্রো, তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না সিসিআরএস। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প রূপায়ণকারী কলকাতা মেট্রো রেলওয়ে নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে একাধিক কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
এই খবরটিও পড়ুন
বিশেষ করে প্ল্যাটফর্মগুলিতে যাত্রী পরিষেবা সংক্রান্ত বেশ কিছু কাজ বাকি রয়েছে। পরিদর্শনকালে এই বিষয়গুলি নজরে আনেন কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের। নির্দিষ্ট জায়গায় সাইনেজ বসানো, বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ সাইনেজের ব্যবস্থা রাখা, সেই মানুষগুলি যাতে দ্রুত মেট্রোর সামনে পৌঁছতে পারেন এবং গাড়িতে উঠতে পারেন তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা সহ একাধিক কাজের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও গঙ্গার নিচে টানেলে ক্রস প্যাসেজ অংশে বেশ কিছু খামতি নজর পড়েছে তাঁর। সেটিকেও দ্রুত সমাধান করা নির্দেশ দিয়েছেন তিনি। তাই গঙ্গা নিচে মেট্রো চড়তে এখন শুধুই সময়ের অপেক্ষা।