Nadia: স্ত্রীকে গর্ভপাত করাতে নিয়ে যাচ্ছিলেন, টোটোতেই স্বামীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা - Bengali News | Nadia: One person died in the accident on the way to the hospital - 24 Ghanta Bangla News

Nadia: স্ত্রীকে গর্ভপাত করাতে নিয়ে যাচ্ছিলেন, টোটোতেই স্বামীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা – Bengali News | Nadia: One person died in the accident on the way to the hospital

0

নদিয়ায় ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla

নদিয়া: স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু সেই সন্তান চাইছিলেন না তিনি। স্ত্রীর  গর্ভপাতের জন্য টোটো করে  তাঁকে নিয়ে যাচ্ছিলেন  হাসপাতালে। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই দুর্ঘটনা।  গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্বামীর। আশঙ্কাজনক ওই গর্ভবতী মহিলা সহ মোট তিন জন। আশঙ্কাজনক অবস্থায়  তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি জাতীয় সড়কে।

সাতসকালে নাকাশিপাড়ায় জাতীয় সড়কে টোটো ট্রাক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক জন ও আহত আরও তিন জন শুক্রবার সকালে
ঘটনাটি ঘটে নদিয়া নাকাশিপাড়া ৩৪ নম্বর জাতীয় সড়কে বামনডাঙা শনিবারে হাটের কাছে। নাকাশিপাড়া বাসিন্দার বাবু শেখ তাঁর সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে আসছিলেন চিকিৎসা করানোর জন্য । ওই পরিবারে থেকে মোট তিনজন একটি টোটোয় করে আসছিলেন। একটি ট্রাক শনিবারে হাটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল। টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। তৎক্ষণাৎ আর একটি পিক আপ ভ্যান এসে ওই টোটোকে পেছন থেকে ধাক্কা মারে । এতে টোটোটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

টোটো চালক হামিদ শেখ এবং বাবু শেখের পরিবারের সকলেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবু শেখকে মৃত বলে ঘোষণা করেন। টোটো চালক হামিদ শেখকে এবং বাবু শেখের স্ত্রী রেজিনা খাতুন ও তাঁর বড়ো জা-কে আসমা বিবিকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নাকাশিপাড়া থানার পুলিশ এবং সেখানে এলাকার বহু মানুষ বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌছান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed