ISF: পঞ্চায়েতে ভোটের রক্তমাখা বিজয়গঞ্জ বাজার মনে আছে? ভাঙড়ে সেখানেই হচ্ছে ISF এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান – Bengali News | Remember blood stained Bijoyganj market in the Panchayat, ISF’s foundation day ceremony is being held there in Bhangar
জোরকদমে চলছে শেষবেলার প্রস্তুতি Image Credit source: TV-9 Bangla
ভাঙড়: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারেও হচ্ছে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় কলকাতা পুলিশ। মোতায়েন করা হয়েছে র্যাফ ও মহিলা পুলিশ। সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে কলকাতা পুলিশ। আইএসএফ কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। এলাকার জনপ্রতিনিধিদের পাশাপাশি জেলা নেতৃত্বের উপস্থিতিতে হবে সভা। থাকার কথা রাজ্য নেতৃত্বের।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পর্বে এই মাঠেই আইএসএফ তৃণমূলের মধ্যে খন্ড যুদ্ধের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলে উঠেছিল একাধির গাড়ি চলেছিল বোমা-গুলির লড়াই। মৃত্যু হয়েছিল আইএসএফের মইনুদ্দিন মোল্লার। মৃত্যু হয়েছিল রাজু নস্কর ও রশিদ মোল্লা নামে দুই তৃণমূল কর্মীর। ভোট মেটার পরেও দীর্ঘসময় এখানেই বহু গাড়ির ধ্বংসাবশেষ পড়েছিল। সেই মাঠেই মাঠেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের ঘিরে এখ সাজো সাজো রব। পুরো বিজয়গঞ্জ বাজার এলাকা মুড়ে ফেলা হয়েছে আইএসএফের সবুজ সাদা নীল পতাকায়। পাশেই তৃণমূলের পক্ষ থেকেও তাদের দলীয় পতাকা লাগানোর কাজ শুরু হয়েছে। আর তাকে ঘিরেই সকাল থেকেই কলকাতা পুলিশের তাৎপরতা তুঙ্গে।
এই খবরটিও পড়ুন
তোপ দেগেছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকাত মোল্লা। বলেন, বাইরে থেকে লোক এনে আইএসএফ অনুষ্ঠান করছে। কোনও ঘটনা ঘটলে দায়ভার আইএসএফকে নিতে হবে। তবে পুলিশের প্রতি আস্থা আছে। অন্যদিকে এদিন দুপুরেই আবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের সভা। ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয় সেখানে সভা করতে চেয়েছিল আইএসএস। অনুমতি দেয়নি পুলিশ। জল গড়িয়েছিল আদালত। যদিও আদালতের তরফেও মেলেনি অনুমতি।