IND W vs AUS W: স্পিনের বিরুদ্ধে জোরালো প্রস্তুতি অজিদের, ভারতের চিন্তা ক্যাপ্টেনের ফর্ম - Bengali News | India Women vs Australia Women 1st T20I at DY Patil Stadium Mumbai Match Preview - 24 Ghanta Bangla News

IND W vs AUS W: স্পিনের বিরুদ্ধে জোরালো প্রস্তুতি অজিদের, ভারতের চিন্তা ক্যাপ্টেনের ফর্ম – Bengali News | India Women vs Australia Women 1st T20I at DY Patil Stadium Mumbai Match Preview

0

মুম্বই: প্রায় ৪০ মিনিট নেটে কাটালেন গ্রেস হ্যারিস। ডিফেন্স যেন তাঁর অভিধানে নেই। কখনও বাঁ হাতি স্পিনার, কখনও ডানহাতি। একের পর এক ডেলিভারি মাঠের বিলবোর্ডে পাঠালেন। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। আজ ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু। ভারতের বোলারদের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠতে পারেন গ্রেস হ্যারিস। তিনি একা নন। উইমেন্স প্রিমিয়ার লিগের সৌজন্যে ভারতের পিচে খেলার অভিজ্ঞতা অজি দলের অনেকেরই রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতলেও, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ক্লিনসুইপ হয়েছে ভারত। টিম হিসেবে পারফর্ম করতে পারেনি। বোলিংয়ে বৈচিত্র কম। ব্যাটিংয়ে জেমাইমা কিছুটা ধারাবাহিক। এক ম্যাচে রিচা ঘোষ অনবদ্য ইনিংস খেলেছেন। ভারতীয় শিবিরে সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা যেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর ফর্ম খারাপ চলছে। যেদিন ফর্মে ফিরবেন টিমের লাভ। কিন্তু কবে ফর্মে ফিরবেন, এ তো আর আগে থেকে বলা যায় না।

অজিদের বিরুদ্ধে নামার আগে খোশমেজাজে ভারতীয় দল। বছরের শেষ দিকে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারলেও একপেশে লড়াই হয়নি। অভিষেক সিরিজেই নজর কেড়েছিলেন বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। তেমনই অফস্পিনার শ্রেয়াঙ্কা পাটিলও। সিনিয়র দলে নতুন হলেও ধীরে ধীরে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। তেমনই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পরিণত হয়ে উঠছেন।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। প্রথম ট্রফির খোঁজে ভারত। সেমিফাইনালে একাধিক বার উঠেছে ভারতীয় দল। এক বার ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছেই হার। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টেস্ট ক্রিকেটে অনবদ্য পারফর্ম করলেও সাদা বলের ক্রিকেটে হরমনপ্রীতদের যে প্রচুর উন্নতির প্রয়োজন, এ বিষয়ে সন্দেহ নেই।

ভারত-অস্ট্রেলিয়া, সন্ধে ৭টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x