Purulia Congress FB Page: কংগ্রেসের ফেসবুক পেজে অশ্লীল ছবি? 'হ্যাক হয়েছে' দাবি নেতৃত্বের - Bengali News | Purulia Congress FB Page: Obscene pictures on Purulia Congress Facebook page, leaders demad that page is hack - 24 Ghanta Bangla News

Purulia Congress FB Page: কংগ্রেসের ফেসবুক পেজে অশ্লীল ছবি? ‘হ্যাক হয়েছে’ দাবি নেতৃত্বের – Bengali News | Purulia Congress FB Page: Obscene pictures on Purulia Congress Facebook page, leaders demad that page is hack

0

জেলা কংগ্রেসের ফেসবুক পেজ হ্যাকImage Credit source: Tv9 Bangla

পুরুলিয়া: কংগ্রেসের ফেসবুক পেজ হ্যাক। পুরুলিয়া জেলা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক যুক্ত কয়েকটি ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। এই নিয়ে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। এরমধ্যে রয়েছে নিহত ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর নিয়েও একটি পেজও।

নেপাল মাহাতোর দাবি, পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির নাম ও মোবাইল নম্বর রয়েছে সেই ফেসবুক পেজের অ্যাডমিন নম্বরে। হ্যাক হওয়া পুরুলিয়া জেলা কংগ্রেসের সেই ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে অশ্লীল ছবি। এ নিয়ে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তবে এই পেজগুলি বহু পুরনো বলে জানান তিনি।

জেলা কংগ্রেসের প্রধান চারটি পেজ অবশ্য ঠিক আছে। যে পেজ গুলি হ্যাক হয়েছে তার পিছনে কোনও অভিসন্ধি আছে কি না তা খতিয়ে দেখার কথা বলেন তিনি। নেপাল মাহাতো বলেন, “কয়েকটি ফেসবুক পেজ হ্যাক হয়েছে। কোনও গোলমালের জন্যই হয়েছে। আর এই হ্যাক কেন হয়েছে এটা ভাবার বিষয়। সাইবার ক্রাইম ব্যবস্থা নেবে।”

প্রসঙ্গত এর আগে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ফেসবুক পেজটি হ্যাক হয়েছে গিয়েছিল অভিযোগ করেছিলেন। বিধায়কের দাবি, ফেসবুক স্টেটাসে শেয়ার করা হয়েছে উন্মুক্ত শরীরের ছবি। ঘটনার পর সাইবার সেলেও অভিযোগ জানিয়েছিলেন শওকত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed