Local Train: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে, বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নিন তালিকা - Bengali News | Local train cancellations in Sealdah, check the list before leaving home - 24 Ghanta Bangla News

Local Train: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে, বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নিন তালিকা – Bengali News | Local train cancellations in Sealdah, check the list before leaving home

0

চরম ভোগান্তি নিত্যযাত্রীদের Image Credit source: Facebook

কলকাতা: ফের ট্রেন বাতিল শিয়ালদহে (Sealdah Station)। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। আগামী শনিবার ও রবিবার রেলের রক্ষাণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে। সে কারণে আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে রেল। যাত্রীদের অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে। 

৬ তারিখ বাতিলের তালিকায় থাকছে 

37557 আপ নৈহাটি–ব্যান্ডেল, ডাউন 37558 ব্যান্ডেল নৈহাটি লোকাল

এই খবরটিও পড়ুন

শিয়ালদহ – শান্তিপুর: আপ 31541/ ডাউন 31540

শিয়ালদহ – রানাঘাট: আপ 31631/ ডাউন 31636

কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন 31192

৭ তারিখ বাতিলের তালিকায় থাকছে 

নৈহাটি – ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525/ ডাউন 37522, 37524 এবং 37526

শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812

শিয়ালদহ – শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514

শিয়ালদহ – রানাঘাট: আপ 31611/ ডাউন 31614

একইসঙ্গে ৬ তারিখ শনিবার আপ 13153 শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস এবং 13189 শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস ঘুরপথে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ৭ তারিখ ঘুরপথে চলবে 13160 জোগবানি-কলকাতা এক্সপ্রেস, 15050 গোরখপুর-কলকাতা এক্সপ্রেস, 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস এবং 13186 জয়নগর-কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেস। তালিকায় আছে

13142 নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্ষা এক্সপ্রেস, 13164 সহরসা – শিয়ালদহ হাট বাজার এক্সপ্রেস, 13190 বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস এবং 13146 রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed