Delhi AIIMS Fire: কালো ধোঁয়া চতুর্দিকে, সাতসকালেই দিল্লির এইমসে ভয়াবহ আগুন, আতঙ্কে রোগীরা – Bengali News | Fire Broke out in Delhi AIIMS, 7 Fire Tenders Controlled Fire after few Hours
পুড়ে গিয়েছে হাসপাতালের ভিতরের অংশ। Image Credit source: ANI
নয়া দিল্লি: বছরের শুরুতেই ভয়াবহ আগুন। তাও আবার দেশের অন্যতম বড় ও নামকরা হাসপাতালে। বৃহস্পতিবার সকালেই আগুন লাগল নয়া দিল্লির এইমসে। হাসপাতালের টিচিং ব্লকে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের বেশ কিছু কামরায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কয়েক ঘণ্টার চেষ্টার দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিস্তারিত আসছে….