Kalighater Kaku: SSKM-এ তৎপর ED, এসেছে অ্যাম্বুল্যান্স, আজই কি জোকা ইএসআইয়ে কালীঘাটের কাকু? - Bengali News | ED in SSKM, ESI ambulance Came, collection of voice samples of Kakur from Kalighat today, Speculation - 24 Ghanta Bangla News
Home

Kalighater Kaku: SSKM-এ তৎপর ED, এসেছে অ্যাম্বুল্যান্স, আজই কি জোকা ইএসআইয়ে কালীঘাটের কাকু? – Bengali News | ED in SSKM, ESI ambulance Came, collection of voice samples of Kakur from Kalighat today, Speculation

এসেছে অ্য়াম্বুল্যান্সImage Credit source: TV-9 Bangla

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রের জোকা যাত্রা কি সম্ভব হবে? সকাল থেকেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল। সন্ধ্যাতেই এসএসকেএমে হঠাৎ তৎপর ইডির। হাসপাতালে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ইএসআইয়ের অ্যাম্বুল্যান্স এসে গিয়েছে বলে খবর। তবে কী আজই হবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ? জোরালো হয়েছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস মামলার সূত্র ধরে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু, তা এখনও সম্ভব হয়নি। এদিকে এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যেতে গিয়ে একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছিল ইডি। তাই তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সদা নজর ছিল ইডির। এদিন সন্ধ্যায় আচমকা  ইএসআইয়ের অ্যাম্বুল্যান্সের দেখা মিলতেই তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

  1. সুজয়কৃষ্ণ ভদ্রকে আজই নিয়ে যাওয়া হবে। জোকা সূত্রে নিশ্চিত করা হয়েছে বলে খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *