একটু ঠাণ্ডা পড়তেই রুক্ষ দেখাচ্ছে ত্বক ? জেল্লা ফেরাতে যা কিছু করবেন
শীত মানেই ত্বকের শুষ্কতার সমস্যা। কমবেশি সকলকেই এই সমস্যায় ভুগতে হয়। ত্বক ভিতর থেকে শুকিয়ে যয়া এই সময়। (ছবি: Pinterest)
ফলে ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন ত্বকের সঠিক যত্ন। (ছবি: Pinterest)
কয়েকটি সহজ উপায় রয়েছে যা মেনে চললেই শুষ্কতার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। জানুন তার জন্য কী করতে হবে। (ছবি: Pinterest)
সারাবছর যেভাবে ক্লিনজার ব্যবহার করেন তেমন শীতেও ক্লিনজার ব্যবহার করতে হবে। হালকা ধরনের ফেসওয়াশ ব্যবহার করুন এই সময়। কাজ হবে।(ছবি: Pinterest)
এ ছাড়া অবশ্যই যেটা করতে হবে তা হল ময়েশ্চারাইজার ব্যবহার। শুষ্কতার সমস্যা থেকে আপনাকে একমাত্র রক্ষা করতে পারে ময়েশ্চারাইজার। (ছবি: Pinterest)
তাই তিনবেলা ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এ ছাড়া নারকেল তেল বা অলিভ অয়েল দিয়েও হালকা হাতে ত্বক ম্যাসাজ করে নিন। (ছবি: Pinterest)
শীতে গরম জল ব্যবহার করলে আরাম লাগে ঠিকই। কিন্তু গরম জল ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই চেষ্টা করুন গরম জল এড়িয়ে চলতে। (ছবি: Pinterest)
শীতে গরম জল ব্যবহার করলে আরাম লাগে ঠিকই। কিন্তু গরম জল ত্বককে আরও শুষ্ক করে দেয়। তাই চেষ্টা করুন গরম জল এড়িয়ে চলতে। (ছবি: Pinterest)