Uttarpara: গাড়ির কাচ বন্ধ করে চূড়ান্ত নোংরামি! গাঁজা ফুঁকে, মদের ফোয়ারা উড়িয়ে ছোটাচ্ছিল SUV - Bengali News | A Speedy car hits a tree and boundary wall of a building at Uttarpara on New Year Night - 24 Ghanta Bangla News

Uttarpara: গাড়ির কাচ বন্ধ করে চূড়ান্ত নোংরামি! গাঁজা ফুঁকে, মদের ফোয়ারা উড়িয়ে ছোটাচ্ছিল SUV – Bengali News | A Speedy car hits a tree and boundary wall of a building at Uttarpara on New Year Night

0

উত্তরপাড়া: বর্ষবরণের রাত। চার দিকে দেদার হুল্লোড়, আমোদ-ফুর্তি। একইসঙ্গে পুলিশের সতর্ক নজরদারি। সাদা পোশাকের পুলিশও মোতায়েন ছিল যথেষ্ট। কিন্তু এসবের মধ্যেও, সবার নজর এড়িয়ে বেপরোয়া গতিতে ছুটছিল ‘যমদূত’। একটা সাদা এসইউভি গাড়ি। তখন গভীর রাত। ঘড়িতে রাত প্রায় তিনটে। জিটি রোডের বুক চিড়ে বেপরোয়া গতিতে ছুটছিল। কোন্নগর থেকে কলকাতার দিকে। ভিতরে চলছিল ভরপুর নেশার আয়োজন। মদ-গাঁজার গন্ধের এক অদ্ভুত মিশেলে মঁ মঁ করছিল গাড়ির ভিতর। সকলেই নেশায় বুঁদ। উত্তরপাড়ার কাছে জিটি রোডের উপর দোলতলা ঘাটের কাছে নেশার ঘোরে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারায় চালক। বেপরোয়া গতিতে ছুটি যায় রাস্তার উল্টো দিকের ফুটে। সজোরে ধাক্কা মারে একটি গাছে। এরপর একটি বাড়ির পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়ির ভিতরে তিন-চার জন যুবক ছিল। কিন্তু বড়সড় বিপদ হয়নি তাদের কারোরই। দুর্ঘটনার এমন ভয়ঙ্কর অভিঘাতের পরও বরাত জোরে রক্ষা পেয়েছিল গাড়ির সকলে। অল্প-বিস্তর চোট লাগলেও, এ যাত্রায় রক্ষা পেয়েছিল সকলেই। এদিকে শীতের রাতে আচমকা রাস্তার ধারে হইহট্টগোল শুনে ঘুম ভেঙে যায় এলাকাবাসীদের। কিন্তু যতক্ষণ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিল সকলে।

এই খবরটিও পড়ুন

স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, ওই গাড়ির কাছে যখন তাঁরা পৌঁছান, তখন গাড়ির ভিতর থেকে গাঁজার বিকট গন্ধ পাওয়া যাচ্ছিল। সঙ্গে মদের গন্ধও মিলছিল। বর্ষবরণের রাতে ফুর্তি করতে গিয়ে, এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে গাড়ি চালানো নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসীরা। প্রথমত, এই চত্বরে জিটি রোড অনেকটা সরু। তার উপর রাস্তার দু’ধারে বাড়ি, দোকান পাটও রয়েছে। যে কোনও মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেও আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তবে একইসঙ্গে এলাকায় যে রাস্তাঘাটে পুলিশি নজরদারি ও নাকা চেকিং নিয়মিতভাবে চলে, সেকথাও মেনে নিচ্ছেন এলাকাবাসীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x