31 Night: কাছাকাছি ঠোঁট, বাহুযুগলে জড়ানো কোমর, জাপটে কাছে ওঁরা, বর্ষশেষ রাতে অভিজাত হোটেলে উষ্ণ-ছবি
শহরের অভিজাত হোটেলে নতুন বছরকে নিজেদের মতন করে স্বাগত জানালেন রূপান্তরকামীরা
ডিজে, নিয়ন আলো আর উদ্দাম নাচে মাতলেন সকলে
অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ছিল স্টেজ শো-এর ব্যবস্থাও।
উদ্দামতা, নিয়ন আলো মাখা পেশাদার ডিস্ক জকির কারসাজি, আর স্বল্পবসনাদের নানার অঙ্গভঙ্গি রাতে চড়ল নেশার পারদ
কলকাতার পার্ক স্ট্রিটের সঙ্গে যেন পাল্লা দিয়েছে এই এলাকা। ঠোঁটের স্পর্শে চড়েছে উষ্ণতার পারদ।
ওঁরা রূপান্তরকামী। নিজেদের মতন করেই সঙ্গী বেছেছেন এই অনুষ্ঠানে
শরীরী পরিভাষাতেই স্পষ্ট হয়েছে তাঁদের কাছে আসার গল্প
বরফ. সোডা, আর সঙ্গীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানালেন ওঁরা