Gold Price Today: সোনায় সোহাগ, পরপর ২ দিনই প্রায় ৪ হাজার করে কমল সোনার দাম, আজকের দর কত? - Bengali News | Gold Price Today: Gold Price Lowered today, Silver Price down too, Check out Gold Silver Price today on 30th December 2023 - 24 Ghanta Bangla News

Gold Price Today: সোনায় সোহাগ, পরপর ২ দিনই প্রায় ৪ হাজার করে কমল সোনার দাম, আজকের দর কত? – Bengali News | Gold Price Today: Gold Price Lowered today, Silver Price down too, Check out Gold Silver Price today on 30th December 2023

0

কলকাতা: বর্ষশেষে সোনায় সোহাগা। তাপমাত্রার পারদ না নামুক, কমছে সোনার দাম (Gold Price)। বছর শেষে সোনা কেনার দারুণ সুযোগ। পরপর দুই দিন চার হাজার টাকার কাছাকাছি কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও (Silver Price)। আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে আর দেরি কেন, আজই কিনে ফেলুন।

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ৩০ ডিসেম্বর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৫৫০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ৩৫০ টাকা দাম কমেছে সোনার।

২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা। গতকাল ১০০ গ্রাম সোনার দাম ছিল ৫ লক্ষ ৮৯ হাজার টাকা। একদিনে ৩৫০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ৮৭০ টাকা। গতকাল সোনার দাম ছিল ৬৪ হাজার ২৫০ টাকা। একদিনে সোনার দাম কমেছে ৩৮০ টাকা।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩৮ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় আজ দাম কমেছে ৩৮০০ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম- 

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ দাম কমেছে ২৯০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার টাকা। গতকালের তুলনায় আজ ২৯০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার মতো দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৮ হাজার ৩০০ টাকা। একদিনে রুপোর দাম কমেছে ১২০০ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x