ফের বাড়ছে করোনা: মাস্ক বাধ্যতামূলক ঘোষনা

দেশে ফের উদ্বেগ বাড়িয়েছে করোনা। নতুন ভেরিয়েন্ট জেএন. ১-এর দাপটে বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কেরল, কর্ণাটক এবং পঞ্জাব সরকার জনবহুল জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। দেশে এখনও পর্যন্ত নতুন ভাইরাসের ৬৩টি কেস ধরা পড়েছে।
গোয়ায় ৩৪টি কেস রয়েছে। এছাড়াও মহারাষ্ট্র থেকে ৯টি, কর্ণাটক থেকে ৮টি, কেরল থেকে ৬টি, তামিলনাড়ু থেকে ৪টি এবং তেলঙ্গানা থেকে ২টি কেসের খবর পাওয়া গেছে।