ভোটে জেতার উপায় বলে দিলেন মোদী
আগামী লোকসভা নির্বাচনে জয়ের জন্য বিজেপিকে নির্দিষ্ট টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়ের উপায়ও বলে দিয়েছেন তিনি। মোদী বলেছেন, আম জনতার মাঝে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচার করতে হবে।
৪টি প্রচারে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সেগুলি হল মহিলাদের জন্য সরকারের কাজ, কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারের প্রকল্প, যুব সমাজের কর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণে সরকারের পদক্ষেপ।