শেষ মুহূর্তে ব্যারেটোর গোলে জয় মহামেডানের
বুধবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা-কালো শিবির ঘুরে দাঁড়াল।শেষ মুহূর্তের গোলে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে হারাল নামধারী ফুটবল ক্লাবকে। এদিনের জয়ের ফলে ৯ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ২৩।
পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। পঞ্জাবের দলটি অবশ্য আই লিগে ভালো জায়গায় নেই। গোয়ান উইঙ্গার ব্যারেটো প্রায় শেষ মিনিটে গোল করে মহামেডান স্পোর্টিংকে ৩ পয়েন্ট এনে দেন।