ঝাড়খণ্ডের কংগ্রেস রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়িতে আয়কর অভিযান এবং ১০০ কোটিরও বেশি নগদ উদ্ধার হয়েছে। তৃতীয় দিনেও ধীরজ সাহুর বাড়িতে আয়কর দফতরের অভিযান অব্যাহত।
এত বিপুল পরিমাণ নগদ পাওয়া যাওয়ায় আয়কর দফতরের দলকে মেশিনে নোট গুনতে হচ্ছে। এমনকি নোট গোনার একটি মেশিন বিকলও হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।