Siliguri: মানুষের সাহায্যে তৈরি হেল্প ডেস্ক নিয়েও শিলিগুড়িতে বিজেপি-তৃণমূল টক্কর - Bengali News | BJP Trinamool clash in Siliguri over help desk built with the help of people - 24 Ghanta Bangla News
Home

Siliguri: মানুষের সাহায্যে তৈরি হেল্প ডেস্ক নিয়েও শিলিগুড়িতে বিজেপি-তৃণমূল টক্কর – Bengali News | BJP Trinamool clash in Siliguri over help desk built with the help of people

শিলিগুড়ি: SIR শুরু হতেই হেল্প ডেস্ক। আর এই হেল্প ডেস্ক নিয়েই পাড়ায় পাড়ায় জোর টক্কর তৃণমূল বিজেপির মধ্যে। শিলিগুড়িতেও ধরা পড়ল সেই ছবি। মঙ্গলবার সকালেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হেল্প ডেস্ক চালু করেছিলেন। তখনও বাড়ি বাড়ি পৌঁছননি BLO-রা। পাল্টা তৃণমূলও নেমে পড়ে ময়দানে। শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডে বোরো চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলররা রয়েছেন হেল্প ডেস্কে। কোথায় মানুষে কীসে অসুবিধা হচ্ছে, তা দেখে বুঝিয়ে দেন। হেল্প ডেস্কে আসেন প্রচুর ভোটার। ২০০২ সালের তালিকায় তাঁদের নাম রয়েছেন কিনা, সেটা দেখে বলে দিচ্ছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *