জুবিনের 'রহস্যমৃত্যু', গ্রেফতার এবার গায়কের ভাই সন্দীপন - Bengali News | Zubeen Garg cousin Sandipan Garg, an Assam Police DSP, arrested in case - 24 Ghanta Bangla News
Home

জুবিনের ‘রহস্যমৃত্যু’, গ্রেফতার এবার গায়কের ভাই সন্দীপন – Bengali News | Zubeen Garg cousin Sandipan Garg, an Assam Police DSP, arrested in case

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর খবরে গোটা দেশ শোকস্তব্ধ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি কনসার্টে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে তাঁর। প্রথমে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হলেও, সময় যত গড়িয়েছে, ততই উঠে এসেছে একাধিক অস্বাভাবিক তথ্য। যা মৃত্যুর কারণকে ঘিরে তৈরি করে ধোঁয়াশা। এই মামলাই এবার নিল নতুন মোড়—জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)।

অসম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গর্গ ছাড়া আরও চারজনকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে—যাঁরা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত। তদন্তকারীদের সন্দেহ, কোনও এক ষড়যন্ত্রের কারণেই এই অপঘাত। বিশেষ করে, ইয়টের ভিতরে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও অনুরাগীরা।

গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ ও বোন পামে বরঠাকুর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ন্যায়বিচারের দাবিতে। তাঁদের বক্তব্য, “আমরা সবাই জানতে চাই কেন সে আমাদের ছেড়ে চলে গেল। এই প্রশ্ন আমাদের হৃদয়ে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে।” ইতিমধ্যেই গরিমা তাঁর প্রয়াত স্বামীর দ্বিতীয় ধাপের ময়নাতদন্তের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছেন। যদিও রাজ্য সরকার জানিয়েছে, এই রিপোর্ট এখন প্রকাশ করা সম্ভব নয়, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে। তবু তদন্ত এগিয়ে নিয়ে যেতে SIT জারি  একাধিক সমন করেছে। সিঙ্গাপুরের ইয়টে উপস্থিত অসম অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের মধ্যে আটজনকে তলব করা হয়েছে ইতিমধ্যেই। সোমবার নির্ধারিত সময়সীমা শেষ হলেও কেউ রিপোর্ট করেননি বলে খবর।

এই রহস্যজনক মৃত্যু নিয়ে গোটা অসম, এমনকি গোটা দেশ বর্তমানে উত্তাল। প্রশ্ন একটাই—জুবিন গর্গের মৃত্যুর পেছনে কি সত্যিই কোনও চক্রান্ত ছিল? যার উত্তর সময় দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *