Malbazar: উদ্বোধনের আগে প্যান্ডেল 'হাফ ডান' করে গায়েব নির্মাণ কর্তা! বিপাকে পুজো উদ্যোক্তারা - Bengali News | Malbazar Construction worker disappears after 'half dogging' pandal before inauguration! Puja organizers in trouble - 24 Ghanta Bangla News
Home

Malbazar: উদ্বোধনের আগে প্যান্ডেল ‘হাফ ডান’ করে গায়েব নির্মাণ কর্তা! বিপাকে পুজো উদ্যোক্তারা – Bengali News | Malbazar Construction worker disappears after ‘half dogging’ pandal before inauguration! Puja organizers in trouble

অর্ধসমাপ্ত প্যান্ডেলের কাজImage Credit: TV9 Bangla

 মালবাজার: উদ্বোধনের আগেই চম্পট প্যান্ডেল নির্মাণ কর্তার, বিপাকে পুজো উদ্যোক্তারা। দুর্গোৎসবের আগেই চরম বিপাকে পড়ল ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাব ও বিধানপল্লি সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। অভিযোগ, নির্ধারিত সময়ে প্যান্ডেলের কাজ শেষ না করেই চম্পট দিয়েছেন ডেকোরেটর। ক্লাব কর্তাদের অভিযোগ, চতুর্থীর মধ্যেই প্যান্ডেলের সমস্ত কাজ সম্পূর্ণ করে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

ষষ্ঠীর দিনেও কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। শেষ পর্যন্ত ডেকোরেটর মাঝপথে কাজ ছেড়ে পালিয়ে যান। ফলে ভাঙা প্যান্ডেলের মধ্যেই পূজোর আয়োজন করতে হচ্ছে উদ্যোক্তাদের।

ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ডেকোরেটরের ভূমিকা। ক্লাব কর্তারা জানিয়েছেন, এভাবে কাজ ফেলে চলে যাওয়া একেবারেই কাম্য নয়। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়েছেন, খুব শিগগিরই থানায় অভিযোগ দায়ের করা হবে।

এমনিতেই পুজোর আগে আবহাওযার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। একটানা বৃষ্টিতে একেবারে কোনও কাজই সম্পূর্ণ করা যাচ্ছিল না। শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় পুজো উদ্যোক্তারা ও  প্যান্ডেল নির্মাণের কাজে যুক্ত শ্রমিকরা একেবারে দিন রাত এক করে কাজ করেছিলেন। কিন্তু এই পুজোর ক্ষেত্রেই ব্যতিক্রম! কাজ সম্পূর্ণ শেষও হয়নি। এদিকে উদ্বোধনের দিনও ঠিক হয়ে গিয়েছে। কার্ড বিলি হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে উদ্বোধনের ঠিক আগের দিনই বেপাত্তা প্যান্ডেল নির্মাণ কর্তারা। এহেন অভিজ্ঞতার শিকার পুজো উদ্যোক্তারা আগে কখনই হননি। বিপাকে পড়েছেন তাঁরা। এক পুজো উদ্যোক্তা বলেন, “আমরা অবশ্যই ওঁর বিরুদ্ধে প্রশাসনিক ভাবে থানায় অভিযোগ করব। পেমেন্টও অর্ধেক করা। এই পরিস্থিতিতে আমাদের কাজ সম্পূর্ণ করাটাই চ্যালেঞ্জিং।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *